
ম্যাচের শুরু থেকেই দাপট ধরে রাখে ভারত
মওলনা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দেশটি দুই দেশের শক্তির পার্থক্য বুঝিয়ে দিয়েছে হেসেখেলে ম্যাচ জিতেছে ৯-০ গোলে।
কী পেলো বাংলাদেশ এই ম্যাচে? বলার মতো একটাই, ভারতকে প্রথম ১১ মিনিট আটকে রাখা। বিশ্বের নাম্বার থ্রি দলটির গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ১২ মিনিটে পর্যন্ত।
বাংলাদেশের গোলরক্ষক ও রক্ষণভাগ এ কৃতিত্ব নিতেই পারে। তবে প্রথম কোয়ার্টারের পর বাংলাদেশ আর দাঁড়াতেই পারেনি। একের পর এক গোল খেয়ে এক প্রকার দিশেহারা ছিলেন আশরাফুলরা।
১২ মিনিটে দিলপ্রিত সিংয়ের মাধ্যমে যে গোল উৎসব শুরু করে ভারত তা শেষ হয় ৫৭ মিনিটে হারমানপ্রিত সিংয়ে গিয়ে। ভারতের গোল উৎসবে বেশি অবদান দিলপ্রিত সিংয়ের। তিনি একাই করেছেন তিনটি গোল। দুটি গোল করেছেন হারমানপ্রিত সিং।
অন্য চার গোল করেছেন ললিত কুমার, আকাশদ্বীপ সিং, হারমানপ্রীত সিং ও মানদ্বীপ মোর।