Logo
×

Follow Us

খেলাধুলা

টেস্ট ক্রিকেটে সবার ওপরে লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১৭:২৯

টেস্ট ক্রিকেটে সবার ওপরে লিটন

লিটন দাস

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে দারুণ ছন্দে আছেন লিটন দাস। তার ফলও পেলেন হাতেনাতে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা পর্যায়ে উঠে এসেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পারফরম্যান্সে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে এসেছেন তিনি। এতে তার অবস্থান এখন ১৫তম। ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষ ১৫-তে প্রবেশ করলেন লিটন।

লিটন ছাড়াও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে অধিনায়ক মুমিনুল হকের। ৮ ধাপ এগিয়ে ৩৭তম অবস্থান এখন তার। এছাড়া ২১ ধাপ এগিয়ে শীর্ষ ১০০-তে প্রবেশ করেছেন নাজমুল হোসেন শান্ত, যার অবস্থান ৮৭তম।

বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি ঘটেছে মাউন্ট মঙ্গানুই টেস্টের জয়ের নায়ক এবাদত হোসেন চৌধুরীর। ১৭ ধাপ এগিয়ে শীর্ষ ১০০-তে প্রবেশ করে বোলারদের র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন ৮৮তম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫