
ইউরোপা লিগের শেষ ৩২-এর প্রথম লেগে ইতালিয়ান ক্লাব নাপোলির সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথম হাফে অ্যাঙ্গুইসার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে দ্বিতীয় হাফে ফেরান টোরেসের গোলে সমতায় শেষ হয় প্রথম লেগ। ২৫ ফেব্রুয়ারি প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বার্সার। তবে ফিনিশিংয়ের অভাবে কয়েকবার সুযোগ পেয়েও তা গোলের রুপ দিতে পারেনি। উল্টো প্রথমার্ধেই গোল হজম করে বসে স্বাগতিকরা। ম্যাচের ২৮ মিনিটে পিওতর জেলিনস্কির শট প্রথম দফায় মার্ক আন্দ্রে টের স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি চেষ্টায় আর পারেননি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
গোল খেয়ে যেন আরও তাল কেটে যায় বার্সেলোনার। বারবার গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করলেও শেষ ধাপে খেই হারিয়ে ফেলছিল তারা। এলোপাথারি কয়েকটি শটও নেয়; কিন্তু প্রতিপক্ষকে ভাবানোর মতো এই অর্ধে আর কিছু করতে পারেনি দলটি। প্রথমার্ধে তাদের আট শটের কেবল একটিই ছিল লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণে ধার বাড়ায় বার্সেলোনা। গোলও পেয়ে যায় দ্রুত। ৫৯ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস। শেষ দিকে একাধিক সুযোগ নষ্ট করায় ম্যাচে এগিয়ে যেতে পারেনি বার্সেলোনা। ৮৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে বার্সেলোনাকে হতাশায় ডুবান ফেরান তোরেস। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তরুণ এই ফরোয়ার্ড।
পুরো ম্যাচে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২১টি শট নেয় বার্সেলোনা, এর কেবল পাঁচটিই ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির চার শটের চারটিই লক্ষ্যে।