Logo
×

Follow Us

খেলাধুলা

রাশিয়াকে হারিয়ে ইউক্রেনের ‘প্রতিশোধ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ২০:১২

রাশিয়াকে হারিয়ে ইউক্রেনের ‘প্রতিশোধ’

ইউক্রেনের টেনিস তারকা এলিনা সভিতোলিনা

মন্টেরি ওপেনে মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা সভিতোলিনা ও রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভা। প্রতিপক্ষ ‘শত্রুরাষ্ট্র’ আনাস্তাসিয়া পোতাপোভার দেশের আগ্রাসনে ধুকছে সভিতোলিনার দেশ ইউক্রেন। এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বাড়তি ঝাঁজ না এসেই পারে না। সভিতোলিনার সে ঝাঁজের সঙ্গেই পারলেন না রাশিয়ার পোতাপোভা। ইউক্রেনের প্রতিযোগী সভিতোলিনা জিতলেন মাত্র ৬৪ মিনিটে, নিলেন ‘প্রতিশোধও’!

শুরুতে সভিতোলিনা জানিয়েছিলেন, রুশ প্রতিপক্ষ পোতাপোভার বিপক্ষে মন্টেরি ওপেনের ম্যাচটা খেলবেনই না তিনি। তবে এরপর টেনিস কর্তৃপক্ষ রুশ ও বেলারুশান খেলোয়াড়দেরকে দেশের পতাকা ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। এরপরই খেলতে সম্মত হন সভিতোলিনা।

ম্যাচের আগে বলে রেখেছিলেন সভিতোলিনা, টুর্নামেন্টের প্রাইজমানির পুরোটা দেবেন ইউক্রেনের সেনাবাহিনীকে। দর্শকের সমর্থনটাও ছিল তার দিকেই, ম্যাচ শেষে এই সমর্থনের প্রতি সম্মানও জানান সভিতোলিনা। ওদিকে রুশ খেলোয়াড় পোতাপোভার নাম স্কোরবোর্ডে দেখানো হচ্ছিল, পাশে থাকা পতাকার জায়গাটা পড়ে ছিল ফাঁকাই।

মাঠে নেমে রুশ প্রতিপক্ষের মুখোমুখি হয়ে রীতিমতো খুনে মেজাজে ছিলেন ইউক্রেনের এই টেনিস তারকা। ম্যাচটাতে রুশ প্রতিপক্ষ পোতাপোভাকে বিন্দুমাত্র সুযোগ দেননি, ৬৪ মিনিটে জিতেছেন ম্যাচ। স্কোরলাইনে চোখ রাখলে বোঝা যায় তার দাপটটা। জিতেছেন সরাসরি সেটে, ৬-২, ৬-১ গেমে। এরপর বুক চাপড়ে দেশের প্রতি নিজের নিবেদনের জানান দেন তিনি।

ম্যাচ শেষে সভিতোলিনা জানান, টেনিস দিয়ে দেশের প্রতি সমর্থন আদায় করছেন তিনি। বললেন, ‘আমি একে আমার মিশন হিসেবে দেখছি, আমাদের টেনিস জগতকে ইউক্রেনের পাশে এনে দাঁড় করানোর, সাহায্য আদায় করার মিশন। কারণ আমাদের সঙ্গে যা হচ্ছে, তা সব ইউক্রনীয়দের জন্যই খুবই ভয়ঙ্কর।’

‘সে কারণেই আমি এখানে এসেছি। সে কারণেই আমি আমার দেশের জন্য খেলছি, আর আমার এই পরিমণ্ডলকে ব্যবহারের জন্য সেরা চেষ্টাটাই করছি, আমার রসদকে কাজে লাগিয়ে বিষয়টাকে বিশ্বে পরিচিতি দানের চেষ্টা করছি, মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি ইউক্রেনকে সাহায্য করার জন্য।’

সভিতোলিনা আরও যোগ করেন, ‘আমার জন্য, এই ম্যাচটা এখানে খেলাটা নিজের জন্য নয়, দেশের জন্য খেলছি আমি। এখানে এক একটা ম্যাচ জেতা আমার জন্য বিশেষ কিছু।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫