Logo
×

Follow Us

খেলাধুলা

স্কটল্যান্ড ও ইউক্রেনের বিশ্বকাপ বাছাই ম্যাচ বাতিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ১৫:২৬

স্কটল্যান্ড ও ইউক্রেনের বিশ্বকাপ বাছাই ম্যাচ বাতিল

ইউরো ২০২০ কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর দৌড়ে হ্যাম্পডেনের মাঠে সুইডেনকে হারিয়েছিল ইউক্রেন। ছবি : বিবিসি

যুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে একটি সেমিফাইনালের খেলা বাতিল হয়ে গেছে।

ইউক্রেনের ফুটবল কর্তৃপক্ষের অনুরোধে আগামী ২৪ মার্চের ম্যাচটি সরিয়ে জুনে নিয়ে গেছে ফিফা।

সেমিফাইনালের বিজয়ী অস্ট্রেলিয়া বা ওয়েলসের মুখোমুখি হবে। সেখানে বিজয়ী দল নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেনের অভ্যন্তরীণ খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

আন্তর্জাতিক সব খেলাধুলার ইভেন্ট থেকে রাশিয়াকে স্থগিত করা হয়েছে। ফলে তারা বাছাইপর্বের খেলায় পোল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে না। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫