
কুমিল্লা ওয়ারিয়ার্সকে ৩৪ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে সুপার ফোরে জায়গা করে নিয়েছে মুশফিকের খুলনা টাইগার্স। আসরের ৬ জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রূপসার পাড়ের এ দলটি।
এর আগে বুধবার (৮ জানুয়ারি) খুলনার দেয়া ১৮০ রানের টার্গেটে খেলতে নেমে ভালো হয়নি কুমিল্লার। সিটায়ান ভ্যান জেলের সাথে ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান। যদিও গত ম্যাচে একাদশে ছিলেন না সাব্বির রহমান। এই ম্যাচে ওপেনিংয়ে নেমে খেলেন ৩৯ বলে ৬২ রানের অসাধারণ ইনিংস।
শুরুতে রবি ফ্রাইলিঙ্কে বলে বিদায় নেন ওপেনার সিটায়ান ভ্যান জেল। ১৩ বলে ১ চার করেন ১২ রান। তার বিদায় ক্রিজে আসেন কুমিল্লার দলপতি ডেভিভ মালান। যদিও এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। শফিউল ইসলামের বলে আউট হওয়ার আগে করেন ১ রান।
অন্যদিকে, এই ম্যাচে বড় স্কোর করতে পারেননি সৌম্য সরকার। ১৭ বলে ২২ রান রুবি ফ্রাইলিঙ্কের বলে আউট হন এই বাঁ-হাতি। শেষে দিকে আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারায় ৩৪ রানে হারে কুমিল্লা। সেই সাথে প্লে-অফ খেলা থেকেও ছিটকে পড়ে দলটি।