
বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ চলাকালীন তোলা একটি ছবি। ছবি: সংগৃহীত
জয় দিয়ে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১১ মার্চ) জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ হকি দল।
ইন্দোনেশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন খোরশেদুর রহমান। একটি করে গোল করেন রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষীসা মিমো, আরশাদ হোসেন ও সোহানুর রহমান সবুজের।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন খোরশেদুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। আরশাদ ব্যবধান দ্বিগুণ করার পর রিভার্স হিটে ব্যবধান বাড়ান সোহানুর।
২৭ মিনিটে খোরশেদের গোলে ৪-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে স্বাগতিকরা খানিকটা আক্রমণাত্মক খেলেন। তবে তারা এ কোয়ার্টারে গোলের দেখা পায়নি।
চতুর্থ কোয়ার্টারে আরো তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। শেষ দিকে দুই গোল করে ব্যবধান কমায় ইন্দোনেশিয়া। আগামী সোমবার (১৪ মার্চ) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।