Logo
×

Follow Us

খেলাধুলা

রেকর্ড গড়তে মাঠে নামছে মুমিনুল বাহিনী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ২২:১২

রেকর্ড গড়তে মাঠে নামছে মুমিনুল বাহিনী

অনুশীলনে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সাউথ আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ। এ পর্যন্ত প্রোটিয়াদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। আর অধরা সেই জয়ের স্বপ্নে বুঁদ হয়ে বেলা দুইটায় মাঠে নামবে মুমিনুল বাহিনী।

আগামীকাল শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথে এ পর্যন্ত কোনো ফরম্যাটেই খেলা হয়নি বাংলাদেশের। নতুন সেই ভেন্যুতে অভিষেক হতে যাচ্ছে সফরকারীদের। অভিষেকটা স্মরণীয় করে রাখতে চাইছে টাইগাররা।

প্রথম টেস্টে সাউথ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ৫৩ রানে! ২২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

স্মৃতি ভুলে ফল পাল্টে দেয়ার প্রত্যয় টাইগার অধিনায়ক মুমিনুলের কণ্ঠে। তিনি বলেন, ‘ চারদিন খুব ভালো খেলেছি। শেষদিনের প্রথম সেশনটা বাজে গেছে। এটা স্বাভাবিক ঘটনা। ওই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। তাসকিন দারুণ করেছে, খালেদও ছিল ফর্মে।

‘জয় ভালো ইনিংস খেলেছে, লিটনও তাই। মোটামুটি সবাই রানে আছে। লাস্ট ইনিংসটা খুব বাজে ব্যাটিং করে ফেলেছি। এখন সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করি ভালো কিছুই হবে।’

সাউথ আফ্রিকার মাটিতে এ পর্যন্ত ২১ হারের বিপরীতে দুইটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেইদুটি এবারের ওয়ানডে সিরিজে। পরিবেশ অচেনা হলেও সেশন টু সেশন খেলে যেতে পারলে, ফল নিজেদের পক্ষে আসবে বলে মনে করছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক।

মুমিনুল বলেন, ‘অবশ্যই জেতার জন্য খেলব। প্রতি সেশন শতভাগ দিয়ে খেলব। অন্তত ১২-১৩ সেশন কিভাবে এগিয়ে থাকতে পারি সেই চিন্তাই করছি।’

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সাউথ আফ্রিকা। ডারবানের হতাশা ভুলে অচেনা পোর্ট এলিজাবেথে জয় নিয়ে সমতায় সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। যেখানে ক্লিন সুইপের মিশনে মাঠে নামছে সাউথ আফ্রিকা।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫