Logo
×

Follow Us

খেলাধুলা

ইন্দোনেশিয়ায় ম্যাচ খেলতে যাবে জামাল ভূইয়ারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ২১:৫৫

ইন্দোনেশিয়ায় ম্যাচ খেলতে যাবে জামাল ভূইয়ারা

ফাইল ছবি

এশিয়ান কাপ বাছাই খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে জাতীয় ফুটবল দলকে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম কম্বোডিয়া, লাওস ও ইন্দোনেশিয়ার সাথে যোগাযোগ করেছিল বাফুফে। কম্বোডিয়া ও লাওস না করে দেওয়ার পর বাফুফের টার্গেট ছিল ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও নেপাল।

এই তিন দেশের সাথে যোগাযোগের পর ম্যাচ খেলার জন্য ইন্দোনেশিয়ার সম্মতি পেয়েছে বাংলাদেশ। জানা গেছে, দেশটি ইতিমধ্যে বাফুফেকে সবুজ সঙ্কেত দিয়েছে।

তবে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা এখনো তিনটি দেশ নিয়ে কাজ করছি। কোন দেশই এখনো ম্যাচ খেলা নিশ্চিত করেনি। আশা করি, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও নেপালের মধ্যে যে কোন একটি দেশকে পাবো ম্যাচ খেলার জন্য। আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে ন্যাশনাল টিমস কমিটির সভা আছে। তার আগেই আমরা দল পেয়ে যাবো আশা করছি।’

ইন্দোনেশিয়া আসছে না, তাদের ওখানে গিয়েই ম্যাচ খেলতে হবে। মালয়েশিয়া যাওয়ার পথে ইন্দোনেশিয়ায় ম্যাচটি খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আগামী ৮ থেকে ১৪ জুন মালয়েশিয়ায় বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে এশিয়ান কাপ বাছাই পর্বের। ৮ জুন বাংলাদেশ খেলবে বাহরাইনের বিপক্ষে, ১১ জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫