
গত বৃহস্পতিবার চেলসির বিপক্ষে গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর উল্লাস। ছবি: টুইটার
আগামী মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তি শেষ হতে যাচ্ছে। রোনালদো ম্যান ইউয়ের সাথে থাকতে চান কিনা সে বিষয়ে আলোচনায় বসছেন দলের নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ ও ক্লাব কর্তৃপক্ষ।
৩৭ বছর বয়সী তারকা ফুটবলার ম্যান ইউয়ে থাকবেন কিনা তা নিয়ে হঠাৎ করেই আলোচনা শুরু হয়েছে। এ কারণে রোনালদোর ভবিষ্যৎ সিদ্ধান্ত জানতে উদগ্রীব হয়ে পড়েছেন তার বর্তমান ক্লাব ও সমর্থকসহ ফুটবল প্রেমীরা।
গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঘরের মাঠে চেলসির বিপক্ষে রোনালদো গোলে না করলে হারতে হতো ম্যানচেস্টার ইউনাইটেড।
খেলার ৬০ মিনিটের মাথায় মার্কোস আলোন্সোর গোলে এগিয়ে যায় চেলসি। ৬২ মিনিটে ম্যাচে সমতা ফেরান রোনালদো।
এ নিয়ে চলতি মৌসুমে ১৭ নম্বর গোল করেছেন এই পর্তুগিজ তারকা। গত বৃহস্পতিবারের ড্রয়ের ফলে আগামী মৌসুমে ম্যান ইউয়ের চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ম্যান ইউ।