Logo
×

Follow Us

খেলাধুলা

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত দল ঘোষণা

Icon

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২, ১২:৪৭

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা বরেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি)। (ফাইল ছবি)

আগামী ৮ মে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এজন্য ২৩ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনের দল নির্বাচন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচকেরা। 

তবে চূড়ান্ত দলের অনুমোদনের জন্য এখনো ক্রীড়া মন্ত্রীর অনুমতি নেওয়া বাকি রয়েছে। এর আগে গত ২২ এপ্রিল ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করে এসএলসি।

সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ মে থেকে। 

বাংলাদেশ সফরের প্রাথমিক দলে এর আগে রোশান সিলভাকে নেওয়া হয়েছিল। কিন্তু এই সফরের আসতে না চাওয়ায় তার বদলে নেওয়া হয়েছে কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলঙ্কা টেস্ট দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এমবুলডেনিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫