Logo
×

Follow Us

খেলাধুলা

টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ

Icon

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২২, ০৯:৫৪

টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রথমবারের মতো সোনা জিতেছে বাংলাদেশ ইতিহাস গড়েছে। 

গতকাল মঙ্গলবার (১০ মে) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এ আসরে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জেতে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে দলগত ইভেন্টে এই সাফল্য পেয়েছেন মুহুতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম ও নাফিজ ইকবাল।

ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। শুরুতে হৃদয় ও রামহিম জিতলেও হেরে যান নাফিজ। তখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এরপর ফের খেলতে নামেন রামহিম। কিন্তু এবার রামহিমকে হারিয়ে ম্যাচে ফিরে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ তখন ২-২ এ সমতায়। সবার শেষে হৃদয় ৮-১১, ১১-৯, ১১-৯ ও ১১-৯ সেটে জিতে বাংলাদেশকে সোনা জয়ের উল্লাসে মাতান।

এর আগে ফাইনালে উঠার পথে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান, স্বাগতিক মালদ্বীপ এবং নেপালকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫