Logo
×

Follow Us

খেলাধুলা

এশিয়া কাপ হকি

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:৫৯

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় হকি দল। ফাইল ছবি

আর মাত্র দুদিন পর আগামী সোমবার (২৩ মে) শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ হকি। আজ শনিবার (২১ মে) ইন্দোনেশিয়ার জাকার্তায় স্থানীয় সময় বিকেল ৫টায় ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়ার সবচেয়ে বড় এই হকি টুর্নামেন্টে নামার আগে বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ভারতে বিপক্ষে খেলতে যাওয়া প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

উল্লেখ্য, প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল। 

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমান। 'এ' গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টের প্রথম দিনে আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। আগামী ২৪ মে ওমানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এর আগে, ইন্দোনেশিয়া যাওয়ার আগে এশিয়ান গেমস হকির বাছাইয়ে ব্যাংককে অংশ নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশ ৬-২ গোলে ওমানের কাছে হেরেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫