Logo
×

Follow Us

খেলাধুলা

তুর্কমেনিস্তানের কাছে হারলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২২, ১৭:৫৪

তুর্কমেনিস্তানের কাছে হারলো বাংলাদেশ

পিছিয়ে পড়ে দারুণভাবে সমতায় ফিরলেও শেষ দিকে আচমকা গোলে এশিয়ান কাপে হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ উপরে থাকা তুর্কমেনিস্তানের সঙ্গে লড়াই করে হারলো বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা পরাজিত হয়েছে ২-১ গোলে।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের হয়ে গোল করেন আলতিমিরাত আনাদুরদেব। তবে পাঁচ মিনিট বাদেই ওই গোল শোধ করে বাংলাদেশ।

বিশ্বনাথের লম্বা থ্রো-ইন বক্সের ভেতরে পেয়ে হেড নেন রাকিব। প্রতিপক্ষের গোলরক্ষক হাত দিয়ে বল ঠেকিয়ে দিলেও তা বক্সের ভেতরেই ছিল। লাফিয়ে ওঠে হেডে গোল করেন ইব্রাহিম।

প্রথমার্ধে ১৩৪ নম্বরে থাকা তুর্কমেনিস্তানের চেয়ে ভালো ফুটবল উপহার দেয় ১৮৮ নম্বরে থাকা বাংলাদেশ। ড্র করলেও এটি হতো হাভিয়ের কাবরেরার শিষ্যদের জন্য দারুণ সাফল্য। কিন্তু ৭৭তম মিনিটে আরসলানমিরাত আমানবের গোলে এক পয়েন্টের আশাও শেষ হয়ে যায়। 

টানা দুই হারে ‘ই’ গ্রুপে চার দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫