Logo
×

Follow Us

খেলাধুলা

অ্যান্টিগা টেস্ট

ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ১০:১২

ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে সাকিব, লিটন, মুমিনুলদের ব্যাট জ্বলে উঠলে জিতবে বাংলাদেশ। ছবি: বিসিবি

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের চেয়ে ১১২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ১৬২ রানের লিডের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৫০ রান। 

আজ শনিবার (১৮ জুন) ম্যাচের তৃতীয় দিনে ইনিংস পরাজয় এড়ানোর জন্য মাঠে নামবে টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ৬০ বলে ১৮ করে অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয়। আট রান করে দিনশেষে উইকেটের অপরপ্রান্ত থেকে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের বিপরীতে সব উইকেট হারিয়ে ২৬৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

২ উইকেটে ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন উইন্ডিজের রানের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি সফরকারী বোলারদের পক্ষে।

ফলে অল্প সময়ের লিড পায় ক্যারিবীয়রা। দলকে লিড এনে দেয়ার পথে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ব্র্যাথওয়েইট। 

দ্বিতীয় ইনিংসের শেষ সেশনের পুরোটা আর ওয়েস্ট ইন্ডিজকে মাঠে থাকতে দেয়নি বাংলাদেশ। ২৬৫ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় স্বাগতিকরা। যার ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে লিড দাঁড়ায় ১৬২ রানের।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আলজারি জোসেফের বলে আউট হয়ে ৩১ বলে ২২ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরতে হয় তামিম ইকবালকে।

স্কোরবোর্ডে দুই রান যোগ করতেই জোসেফের দ্বিতীয় শিকার বনে মাঠ ছাড়তে হয় মেহেদী হাসান মিরাজকে। এরপর শান্ত আর জয় শক্ত হাতে হাল ধরলে দিনের শেষ মুহূর্তে এসে আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে দিন শেষ করে সফরকারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫