Logo
×

Follow Us

খেলাধুলা

আঠারো বছরের র‍্যামজিকে দলে নিল লিভারপুল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২২, ১৮:৩৩

আঠারো বছরের র‍্যামজিকে দলে নিল লিভারপুল

ক্যালিভন র‍্যামজি

১৮ বছর বয়সী স্কটিশ খেলোয়াড় ক্যালিভার র‌্যামজিকে দলে ভিড়িয়েছে অল রেড লিভারপুল।

স্কটিশ ক্লাব অ্যাবারডিন থেকে তাকে নিজেদের শিবিরে আনল দলটি। চুক্তির মেয়াদ ৫ বছর। এর জন্য লিভারপুলকে গুনতে হয়েছে ৪.২ মিলিয়ন পাউন্ড। 

রাইটব্যাকে খেলা র‌্যামজির প্রশংসায় উচ্চকণ্ঠ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার ভাষায়, এখন র‌্যামজি ১৮ বছরের তরুণ। কিছুদিনের মধ্যে তার বয়স হবে ১৯। সে খুব স্মার্ট, আত্মবিশ্বাসী  ও অ্যাথলিট। সব থেকে বড় কথা তার শেখার আগ্রহ প্রবল। আর আমি এমনটাই পছন্দ করি। উল্লেখ্য, এ বছর স্কটিশ লিগে র‌্যামজি বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫