Logo
×

Follow Us

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৯:৫৩

আন্তর্জাতিক ফুটবলে ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারত

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফিফার লোগো। ফাইল ছবি

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে নির্বাচন জটিলতা আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়েছে ভারত।

জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হলেও সাংবিধানিক জটিলতার দোহাই দিয়ে তৃতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পাওয়া প্রফুল প্যাটেল সভাপতির চেয়ার এখনো আঁকড়ে রয়েছেন। পরে এ বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত এটি ভারতের সুপ্রিম কোর্টে গড়িয়েছে। প্যাটেলকে সরিয়ে তিন সদস্য পরিচালক কমিটি নিয়োগ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। জুনের মধ্যেই ফেডারেশন নির্বাচন আয়োজন করাই ছিল যাদের মূল কাজ। কিন্তু শোনা যাচ্ছে নির্বাচন গড়াতে পারে সেপ্টেম্বর নাগাদ।

মূলত স্বাধীন ফুটবল ফেডারেশনে কোনো সরকার বা সরকারি প্রতিষ্ঠানের হস্তক্ষেপ ফিফার আইনের পরিপন্থী। এআইএফএফের নির্বাচন নিয়ে দেশটির সুপ্রিম কোর্টের নাক গলানো ভালো চোখে দেখছে না ফিফা। বিষয়টি খতিয়ে দেখতে ভারত সফর এসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রতিনিধি দল।

যদিও সুপ্রিম কোর্টের গঠিত তিন সদস্যের পরিচালনা কমিটির একজন ড. এস ওয়াই কোরাইশির আশা নির্বাচন ইস্যুতে আন্তর্জাতিক মহলে নিষিদ্ধ হবে না ভারত।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসক সদস্য এস ওয়াই কোরাইশি বলেন, দীর্ঘদিন হলো নির্বাচন হচ্ছে না। যা আয়োজন করা খুবই প্রয়োজন ছিলো। তবে আমার মনে হয় না এতে ফিফার কোনো অসম্মতি থাকবে। সুপ্রিম কোর্ট আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে আশা তা পালনে সংস্থাটি আমাদের সহযোগিতা করবে।

কিন্তু ইতিহাস বলছে ফিফার নিষেধাজ্ঞার খুব কাছে ভারত। ফেডারেশনে সরকারের হস্তক্ষেপের কারণে সম্প্রতি নিষিদ্ধ হয়েছিলো কুয়েত, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। কয়েক বছর আগে নির্বাচন নিয়ে জটিলতায় একই পরিণতি ভোগ করতে হয়েছিলো পাকিস্তানকেও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫