Logo
×

Follow Us

খেলাধুলা

দুই ঘণ্টার যৌন সম্পর্কই এই খেলোয়াড়কে সাফল্য এনে দিচ্ছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৫:৩৮

দুই ঘণ্টার যৌন সম্পর্কই এই খেলোয়াড়কে সাফল্য এনে দিচ্ছে

জানিস টিমা ও তার স্ত্রী আনা সেদোকোভা। ছবি: আনন্দবাজার পত্রিকা

পারফরম্যান্স বাড়াতে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন পন্থা নেন। কেউ কঠোর পরিশ্রম করেন। কেউ আবার নিজের মতো করে কৌশল খুঁজে নিয়ে তার উপর জোর দেন। তবে বাস্কেটবল খেলোয়াড় জানিস টিমা অদ্ভুত এক দাবি করেছেন।

লাটভিয়ার এই বাস্কেটবল খেলোয়াড়ের দাবি করেছেন, খেলার আগে স্ত্রীর সাথে তিনি দুই ঘণ্টার যৌন সম্পর্কে জড়িত হন। তার সব সফল পারফরম্যান্সের পেছনে এটিই মূল রহস্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টিমার স্ত্রী আনা সেদোকোভা এই তথ্য ফাঁস করেছেন। 

টিমার স্ত্রী সেদোকোভা একজন জনপ্রিয় গায়িকা। টিমা হলেন তার তৃতীয় স্বামী। তিনি টিমার চেয়ে প্রায় দশ বছরের বড়।

লাটভিয়ার বাস্কেটবলার টিমা এখন খেলেন এনবিএয়ের জি লিগে লেকল্যান্ড ম্যাজিক ক্লাবের হয়ে। তিনি আন্তর্জাতিক মঞ্চে লাটভিয়ার হয়ে খেলেছেন। ২০১০ সালে ইউরোপের অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় ব্রোঞ্জজয়ী দলে ছিলেন এই খেলোয়াড়। স্পেনের বিভিন্ন ক্লাবেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। -সূত্র: আনন্দবাজার পত্রিকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫