
নাতেলা জালামিডজে। ছবি- সংগৃহীত
উইম্বলডনে নিষিদ্ধের জেরে রুশ নাগরিকত্ব ত্যাগ করলেন রাশিয়ান ও বেলারুশিয়ান টেনিস খেলোয়াড় নাতেলা জালামিডজে। জর্জিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি।
টেনিসের বড় নাম নয় নাতেলা। সবশেষ ফ্রেঞ্চ ওপেনেও নিরপেক্ষ পতাকার নিচে খেলেছেন তিনি। রোলা গারোতে মেয়েদের একক এবং ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজে ২৯ বছর বয়সি টেনিস কন্যার। কিন্তু এখন নিরপেক্ষ হয়েও উইম্বলডনে খেলার সুযোগ নেই তাদের। কারণ ইউক্রেনে রুশ সেনাদের আগ্রাসনের কারণে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে নিষিদ্ধ করেছে অল ইংল্যান্ড ক্লাব।
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে উইম্বলডনে দেখা যাবে না নাম্বার ওয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকে। খেলা হবে না আরেক রাশিয়ান আন্দ্রে রুভলেভ এবং বেলারুশিয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা ও আরিয়ানা সাবালেঙ্কার। নিষিদ্ধ হলেও মুখে তালা লাগিয়েছে এদের প্রত্যেকে। মুখে উচ্চবাচ্য করেননি নাতেলাও। বেশ চুপিসারেই নাগরিকত্ব বদলে ফেলেছেন তিনি। উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) ওয়েবসাইটে নাতেলা এখন জর্জিয়ান খেলোয়াড়।
নাগরিকত্ব বদলে ফেলায় উইম্বলডনে খেলতে আর কোনো বাধা নেই নাতেলার। মেয়েদের ডাবলসে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সার্বিয়ান আলেকসান্দার ক্রুনিচকে সঙ্গে নিয়ে।