
গ্যারেথ বেল। ফাইল ছবি
রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়ে মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যাচ্ছেন গ্যারেথ বেল।
লস অ্যাঞ্জেলেস টাইমসে বলা হয়েছিল, ওয়েলস ফরোয়ার্ড ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের লিগটিতে খেলবেন।
অন্যদিকে ইএসপিএন জানায়, আগামী সপ্তাহেই লস অ্যাঞ্জেলেস যাবেন বেল। এবার তিনি নিজেই দিলেন এমন আভাস।
এক টুইট বার্তায় ওয়েলস ফরোয়ার্ড বলেছেন, দ্রুতই দেখা হবে লস অ্যাঞ্জেলেস।
৩২ বছর বয়সি এই ফুটবলার একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তিনি লস অ্যাঞ্জেলেসের লোগোসহ একটি ক্যাপ ও জার্সি পরে আছেন।
এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে খুব দ্রুতই তা আসার কথা। সে যাই হোক, বেলকে অবশ্য এখনই নিবন্ধন করাতে পারছে না লস অ্যাঞ্জেলেস এফসি। ৭ জুলাই দ্বিতীয় ভাগের দলবদল আনুষ্ঠানিকভাবে শুরু হবে যুক্তরাষ্ট্রে। তখন বেলকে নিবন্ধন করাতে পারবে ক্লাবটি। পরদিন এলএ গ্যালাক্সির বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের হয়ে অভিষেক হতে পারে বেলের।
একসময় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন বেল। ২০১৩ সালে টটেনহাম থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভেড়ায় রিয়াল।
মাদ্রিদের ক্লাবটির জার্সিতে ২৫৮ ম্যাচে ১০৬ গোল করেছেন বেল, করিয়েছেন ৬৭টি। ওয়েলসের হয়ে ১০৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯টি গোল করেছেন বেল। ওয়েলসকে কাতার বিশ্বকাপে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর এই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস।