Logo
×

Follow Us

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মরগান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১১:৪৯

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মরগান

ইয়ন মরগান। ছবি: এএফপি

ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে নামার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ইয়ন মরগান।

গতকাল মঙ্গলবার (২৮ জুন) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

সাত বছরের বেশি সময় ইংল্যান্ড দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মরগান। ২০১৫ সালের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় এই ক্রিকেটারের হাতে। তার আক্রমণাত্মক খেলার ধরন বদলে দেয় ইংল্যান্ড দলকেও। 

নেতৃত্বগুণে ইংল্যান্ড দলকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি। তার নেতৃত্বেই ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংলিশরা।

টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডকে আইসিসির এক নম্বর তালিকায় নিয়ে যান এই আইরিশ। নেতৃত্বের ৬০ শতাংশ ম্যাচেই জয় পেয়েছেন অধিনায়ক মরগান।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তা রব কি বলেন, ‘মরগান একটা প্রজন্মকেই পাল্টে দিয়েছেন। পরের প্রজন্ম কিভাবে খেলবে সেটার উপরেও প্রভাব রয়েছে তার। আগামী দিনেও ক্রিকেটে মরগানের প্রভাব থাকবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫