Logo
×

Follow Us

খেলাধুলা

ম্যানসিটি ছেড়ে আর্সেনালে জেসুস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০০:৩৩

ম্যানসিটি ছেড়ে আর্সেনালে জেসুস

গ্যাব্রিয়েল জেসুস। ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। তার সাথে ক্লাবটির পাঁচ বছরের একটি চুক্তি হয়েছে।

আজ সোমবার (৪ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল।

জেসুসকে দলে ভেড়াতে তাদের খরচ করতে হয়েছে প্রায় ৪৫ মিলিয়ন ডলার। ক্লাবটির ৯ নাম্বার জার্সি গায়ে মাঠ মাতাবেন ২৫ বছর বয়সী জেসুস।

২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে পেশাদার ক্যারিয়ার শুরু জেসুসের। সেখানে দুই মৌসুম কাটানোর পর ২০১৬-১৭ তে চলে আসেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ৬ মৌসুমে ২৩৬ ম্যাচে ৯৫ গোল করেছেন। জিতেছেন চারটি লিগ শিরোপা, তিনটি লিগ কাপ ও একটি এফএ কাপ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫