খেলার টেনশনে ঘুমাতে পারেননি প্রধানমন্ত্রী: পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১৮:২৭

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এমন কীর্তির পরদিন রবিবার (১৭ জুলাই) বিসিবিতে অনুষ্ঠিত সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সেই রাতে খেলার টেনশনে ঘুমাতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে পাপন বলেন, ওয়ানডে নিয়ে একটা কথাই হয়েছে, তাও ইনফরমালি। প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পরপর ফোন করেন। তিনি খুব চিন্তিত ছিলেন... আমি বললাম অসুবিধা নাই, ইনশাল্লাহ আমরা জিতবো।
বিসিবি সভাপতি বলেন, যখন জয়সূচক রান এলো, তখন রাত পৌনে তিনটা বোধ হয়, সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমাতে পারিনি। এটাই আমি আমার বোর্ড মেম্বারদের বলছিলাম; অবিশ্বাস্য। তিনি এত ব্যস্ত থাকেন, তবুও রাত জেগে খেলাগুলো দেখছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জেতে ৯ উইকেটে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ১৭৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ, জবাব দিতে নেমে ৩ উইকেটে জয় পায় তামিম ইকবালরা।