Logo
×

Follow Us

খেলাধুলা

জিম্বাবুয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ২০:৪২

জিম্বাবুয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত

পরাজয়ের বৃত্ত ভাঙতে জিম্বাবুয়ে সফরে অধিনায়কত্বে পরিবর্তন এনে নতুন করে দায়িত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। চেনা প্রতিপক্ষ, তুলনামূলক দুর্বল জিম্বাবুয়েকে পেয়েও ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পরাজয় বাংলাদেশের।

জিততে ভুলে যাওয়া বাংলাদেশ দলকে পেয়ে জিম্বাবুয়েও যেন পরাশক্তি বনে গেল। টাইগারদের নিজের ডেরায় পেয়ে তাদের বিপক্ষে প্রথমবারের মতো দলীয় স্কোর ছাড়াল দুইশর কোটা। সিকান্দার রাজার বিধ্বংসী ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ২০৫ রানের পুঁজি স্বাগতিকদের।

২০৬ রান তাড়া করতে নেমে শুরুতে সমান তালে পাল্লা দিয়ে ছুটলেও বাংলাদেশের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৮ রানে। এতে ১৭ রানে পরাজয় সফরকারীদের। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫