Logo
×

Follow Us

খেলাধুলা

মোসাদ্দেক ঘূর্ণিতেও ১৩৫ রানে থামল জিম্বাবুয়ে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১৮:৫৭

মোসাদ্দেক ঘূর্ণিতেও ১৩৫ রানে থামল জিম্বাবুয়ে

ছবি : সংগৃহীত

মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে ৩১ রানে ৫ উইকেট নেওয়ার পরও জিম্বাবুয়েকে অল্প রানে আটকাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে জিম্বাবুয়ে করে ১৩৫ রান।

সিকান্দার রাজা-বার্লের ৮০ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৬২ রান করেন রাজা। বার্লের ব্যাট থেকে আসে ৩২ রান। শেষ বলে রানআউট নিয়ে নাটকীয়তা হয়। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের পক্ষে যায়। ২ রান যোগ করে তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মোসাদ্দেক। এটি তার প্রথম ফাইফার। ১টি করে উইকেট নেন মোস্তাফিজ-হাসান।

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫