Logo
×

Follow Us

খেলাধুলা

কমনওয়েলথ গেমস: টেবিল টেনিসে স্বপ্নযাত্রা থামল বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০১:১৯

কমনওয়েলথ গেমস: টেবিল টেনিসে স্বপ্নযাত্রা থামল বাংলাদেশের

ছবি- সংগৃহিত

কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের সফলতার গল্প নেই বললেই চলে। চলতি আসরে গায়ানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে সেই গল্পে বদল আনার চেষ্টা চালিয়েছিল বাংলাদেশের দলগত টেবিল টেনিসের খেলোয়াড়রা।

তবে মোহতাসিন আহমেদ হৃদয় ও রামহীম বমদের সেই স্বপ্নযাত্রা থামিয়ে দিলো ভারতীয়রা। টেবিল টেনিসের দলগত ইভেন্টে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে ৩-০ সেটে হেরে গেছেন বাংলাদেশিরা। এর আগে ফিজি ও গায়ানাকে হারিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছিল তারা।

দলগত বিভাগের ডাবলসের ম্যাচে হৃদয় ও রামহীম বম জুটি ১১-৮, ১১-৬, ১১-২ গেম পয়েন্টে হেরে যান ভারতের জুটির কাছে। সিঙ্গেলসে সাব্বির হারেন ১১-৪, ১১-৭, ১১-২ ব্যবধানে এবং হৃদয় হেরে যান ১১-২, ১১-৩, ১১-৫ গেম পয়েন্টে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫