Logo
×

Follow Us

খেলাধুলা

‘ওয়ানডে ক্রিকেট বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১২:৫৬

‘ওয়ানডে ক্রিকেট বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে’

ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলী। ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে সরগরম পুরো বিশ্ব ক্রিকেট। বিশেষ করে বেন স্টোকসের ওয়ানডে ছাড়ার পর থেকেই ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী ও উসমান খাজার মতো তারকারাও একই সুরে কথা বলছেন। 

এবার ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও জানালেন, ওয়ানডে ক্রিকেট একঘেয়ে হয়ে উঠেছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এই ফরম্যাট কেউ খেলতে চাইবে না।

ক্রিকেট ৩৬৫’কে দেয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন, এটা যেভাবে চলছে, আমি মনে করি ৫০ ওভারের ক্রিকেটের প্রতি এখন আর আগের মতো সেই আগ্রহ কারো নেই। হ্যাঁ, ২০১৯ সালের বিশ্বকাপ জেতার পর আমি উপলব্ধি করতে পেরেছি যে এটা সত্যিকার অর্থেই খুব কঠিন। আমি মনে করি, দুই থেকে তিন বছরের মধ্যে কেউ এটা খেলতে চাইবে না।

নিজের এমন দাবির যৌক্তিকতা বোঝাতে এই ক্রিকেটার আরো বলেন, এটা প্রায় এমনই যে আপনি টি-টোয়েন্টি খেলছেন, আপনি টেস্ট খেলছে; যা দুর্দান্ত এবং তারপর ৫০ ওভারের ম্যাচ ঠিক তার মাঝামাঝি অবস্থানে আছে। এই মুহুর্তে এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে।  

প্রসঙ্গত, ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও বর্তমান প্রেক্ষাপটে ওডিআইকে ‘মৃতপ্রায়’ বলে আখ্যা দেন। সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি এবং ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী ওয়ানডে ফরম্যাটকে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫