
বাংলাদেশ আর্চারি দল। ছবি: সংগৃহীত
এবারের কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশ দলকে শূন্য হাতেই ফিরতে হয়েছে। যদিও শ্যুটিং ও আর্চারি ছিল বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনাময় ইভেন্ট। কিন্তু এই দুটি ডিসিপ্লিন না থাকায় খালি হাতে ফিরতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ইসলামী সলিডারিটি গেমসে দুটি ডিসিপ্লিন থাকায় এখান থেকে পদক জয়ের আশা করছেন কর্মকর্তারা।
মঙ্গলবার (৯ আগস্ট) তুর্কিয়ের কোনিয়া শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ইসলামী সলিডারিটি গেমসের ৫ম আসর।
এই গেমসে অংশ নিতে মঙ্গলবার তুর্কিয়ে উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। ১৫ সদস্যের বাংলাদেশ আর্চারি দল আগামীকাল রাত ১১টায় টার্কিশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে। গেমসে আর্চারি ডিসিপ্লিনের খেলা আগামী ১৫ আগস্ট শুরু হবে।
বাংলাদেশ আর্চারি দল
সোহেল আকরাম-টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক- প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান- সহকারী প্রশিক্ষক।
রিকার্ভ পুরুষ: মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, বিউটি রায়।
কম্পাউন্ড পুরুষ: মিঠু রহমান, মোহাম্মদ আশিকুজ্জামানল, সোহেল রানা।
কম্পাউন্ড মহিলা: শ্যামলী রায়, পুস্পিতা জামান ও রোকসানা আক্তার।