Logo
×

Follow Us

খেলাধুলা

ফাতির জোড়া গোলে বার্সার জয়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৫

ফাতির জোড়া গোলে বার্সার জয়

মেসি ও ফাতির গোল উদযাপন। ছবি: এএফপি

ওয়ান্ডার কিড আনসু ফাতির জোড়া গোলে লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ফাতির দুটি গোলই এসেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির সহায়তা থেকে।

জয়ের পাশাপাশি লা লিগায় সবচেয়ে কম বয়সে এক ম্যাচে জোড়া গোলের ইতিহাস গড়লেন ফাতি। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) ১৭ বছর ৯৪ দিন বয়সে জোড়া গোল করে ফাতি ভেঙেছেন হুয়ানমি হিমিনেজের রেকর্ড। 

২০১০ সালে মালাগার হয়ে রিয়াল জারাগোজার বিপক্ষে জোড়া গোল করার দিন হিমিনেজের বয়স ছিল ১৭ বছর ১১৫ দিন।

লা লিগার ম্যাচে ঘরের মাঠে ক্যাম্প ন্যূয়ে রবিবার রাতে আগের ম্যাচের (লেগানেস ম্যাচ) একাদশের উপর ভরসা রাখেন বার্সা কোচ সেতিয়েন। শুধু ইনজুরি আক্রান্ত আর্তুরো ভিদালের জায়গায় নামেন ইভান রাকিতিচ।

ম্যাচের শুরু থেকে লেভান্তের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে রাখেন মেসি-ফাতি-গ্রিজম্যানরা। বেশকিছু প্রচেষ্টা শুরুতে ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে মেসিরই বানিয়ে দেয়া বলেই গোল করেন ফাতি। ঠিক এক মিনিট পরেই ফের মেসির অ্যাসিস্ট আর ফাতির দ্বিতীয় গোলে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় বার্সা। 

৩৬তম মিনিটে নেলসন সেমেদোর শট বারে লেগে বাইরে বেরিয়ে যায়। মেসিরই বানিয়ে দেয়া বলে বাঁ পায়ের শট নিলেও তা গোলে রূপান্তরিত করতে পারেননি সেমেদো। এরপর সেমেদোর বানিয়ে দেয়া দারুণ এক সুযোগ নষ্ট করেন গ্রিজম্যান।

দ্বিতীয়ার্ধে মেসির গোল মিসের সাথে যুক্ত হয় ৬৫তম মিনিটে জেরার্ড পিকে আর জর্দি আলবার হলুদ কার্ড। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে লেভান্তে। কাঙ্ক্ষিত গোলও পায় সফরকারীরা। কিন্তু রুবেন রচিনার গোলটি আসে বড্ড দেরিতে। ততক্ষণে অতিরিক্ত সময়ও শেষের পথে। 

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনল বার্সেলোনা। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৪৬। আর এই হারে ১৩তম স্থানে থাকা লেভান্তের পয়েন্ট হলো ২৬।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫