Logo
×

Follow Us

খেলাধুলা

কোচের সাথে সম্পর্ক, বাগদান সারলেন উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ২০:৫৭

কোচের সাথে সম্পর্ক, বাগদান সারলেন উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন

ছবি- সংগৃহীত

নারী টেনিসে এক সময় নিয়মিত ছড়ি ঘুরিয়েছেন। ঐতিহ্যবাহী উইম্বলডন জিতেছেন দু’বার। এবার প্রিয় ইংল্যান্ড লন টেনিস ক্লাবে কোচ জিরি ভানেকের সাথে বাগদান পর্ব সেরে ফেললেন সাবেক চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা। 

জানা গেছে, কিতোভার কোচ হিসেবে সাবেক টেনিস খেলোয়াড় ভানেক ২০১৬ থেকে কাজ করছেন। কোচ ও শিষ্যের মধ্যে এই সময়ই সম্পর্ক গড়ে ওঠে। দু’জনের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের কথা জানিয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরী লিখেন, ‘সকলের সাথে খুশির খবর ভাগ করে নিতে চাই। নিজের প্রিয় জায়গাতেই ভানেককে হ্যাঁ বললাম।’

জানা যায়, ডব্লুটিএ ক্রমতালিকায় ২১ নম্বরে থাকা কিতোভার সাথে সম্পর্কের জন্য প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় দুই সন্তানের পিতা ভানেকের। আর কোচ হিসাবে ভানেককে বেছে নেওয়ার আগে কিতোভা সম্পর্ক ছিন্ন করেন হকি খেলোয়াড় রাদেক মেলডির সাথে। অথচ ২০১৫ সালের ডিসেম্বরে মেলডির সাথে বাগদান পর্ব সেরেছিলেন কিতোভা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫