Logo
×

Follow Us

খেলাধুলা

শ্রীলঙ্কাকে ১৭৪ রানের টার্গেট দিলো ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫

শ্রীলঙ্কাকে ১৭৪ রানের টার্গেট দিলো ভারত

ছবি- সংগৃহীত

শুরুতে দ্রুত দুই উইকেট হারালেও রোহিত শর্মার ঝড়ো ইনিংসে একটা সময় রান এগোচ্ছিল দুইশ’র দিকেই। মিডল ওভারে রানের লাগাম টেনে ধরেছেন শ্রীলঙ্কার পেসাররা। তাতে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের ১৭৪ রানের টার্গেট দিতে পেরেছে ভারত।

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উড়তে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরীক্ষাই ভারতের। ৫ চার ও ৪ ছয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন থিকশানা। পরের ওভারে বিরাট কোহলিকে ফেরান দিলশান মাদুশাঙ্কা।

১৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত। আগ্রাসী ব্যাটিংয়ে অধিনায়ককে সাথে দিয়েছেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি।

৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে রোহিত ফেরেন করুনারত্নের বলে ক্যাচ দিয়ে। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সূর্যকুমারও। শানাকার বলে ক্যাচ দিয়েছেন শর্ট থার্ডে।

ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া রান পাননি খুব বেশি। ১৩ বলে ১৭ রান করে আউট হয়েছেন শানাকার বলে। দীপক হুদাকে ৩ রানে ফিরিয়েছেন মাদুশাঙ্কা। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি রিশভ পান্ট। ১৭ রানে ক্যাচ হয়েছেন মাদুশাঙ্কার বলে।

শেষদিকে রবীচন্দ্রন অশ্বিনের লড়াকু ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান তোলে ভারত। ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন অশ্বিন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা। দুটি করে উইকেট পেয়েছেন শানাকা ও করুনারত্নে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫