বিশ্বকাপের প্রস্তুতিতে কংক্রিটের উইকেট তৈরি হচ্ছে মিরপুরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৫

মিরপুর স্টেডিয়ামে কংক্রিটের উইকেট নির্মাণের কাজ চলছে। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ প্রস্তুতিতে বৈচিত্র্য আনতে কংক্রিটের উইকেট মিরপুরে স্টেডিয়ামে তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী এই উইকেট বানানো হচ্ছে বলে জানা গেছে। শুধু বিশ্বকাপ নয় বিদেশে অতিরিক্ত বাউন্স ও পেসের সাথে মানিয়ে নিতে এই উইকেট অনেক সাহায্য করবে বলে মনে করেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
মিরপুরের এখন অখণ্ড অবসর। আন্তর্জাতিক ম্যাচ নেই। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততাও শূন্যের কোটায়। কিন্তু অবসর নেই মাঠকর্মীদের। একেতো রুটিন পরিচর্যা চলছে তার উপর তৈরি হচ্ছে কংক্রিটের উইকেট। যার চাওয়াটা এসেছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, বাইরের কন্ডিশনের উইকেটগুলোকে মাথায় রেখে এই উইকেটগুলোর প্ল্যান করা হয়েছে। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট আমাদের এভাবে রিকুইজিশন দিয়েছে তাই আমরা ওভাবেই উইকেটগুলো তৈরি করার চেষ্টা করছি। কংক্রিট উইকেটে যেটা হয় সেটা হলো বল স্কিড করে দ্রুত ব্যাটে চলে আসবে, বলে বাউন্সটা কনসিসটেন্ট থাকবে, লো মেইনটেনেন্স। এতে করে ফাস্ট বাউন্সি উইকেটগুলো এর মাধ্যমে রেপ্লিকেট করতে পারব।
অনুশীলনে মার্বেল পাথরের ব্যবহার নিয়মিতই দেখা যায়। বাউন্স আর স্কিডের সাথে মানিয়ে নিতেই এমন চেষ্টা এবার পাচ্ছে স্থায়ীরূপ।
বাংলাদেশের সাবেক এ ক্রিকেটার আরও বলেন, আমরা অর্ধেক ম্যাচ হোমে ও অর্ধেক ম্যাচে অ্যাওয়েতে খেলি। আর ওখানের উইকেটগুলোতে পেস এবং বাউন্স থাকে। পেস ও বাউন্স রেপ্লিকেট করার জন্যই এ কংক্রিট উইকেটটা তৈরি করা। এখানে বলটা স্কিড করবে, বাউন্স করবে। এতে আমাদের ব্যাটারদের যেমন প্র্যাকটিস হবে ঠিক ওভাবে আমাদের বোলারদেরও কিন্তু ওই ধরণের উইকেটে বোলিং করার অভ্যাস হবে। এই কারণেই গ্রাউন্ডস ডিপার্টমেন্ট এ দুটো উইকেট নতুন করে তৈরি করছে।
শুধু কংক্রিট নয় তৈরি হবে অ্যাস্টোটার্ফের উইকেটও। এতে করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার প্রতিকূল কন্ডিশনে মানিয়ে নিতে বোলার-ব্যাটার সবাই উপকৃত হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার।