Logo
×

Follow Us

খেলাধুলা

লামিচানের বিরুদ্ধে কিশোরী ভক্তকে ধর্ষণের অভিযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৪

লামিচানের বিরুদ্ধে কিশোরী ভক্তকে ধর্ষণের অভিযোগ

নেপাল ক্রিকেট দলের অধিনায়ক সন্দ্বীপ লামিচান

নেপাল ক্রিকেট দলের অধিনায়ক ও তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। নেপালের গুয়াশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে সেই কিশোরী নিজেই এ অভিযোগ করেছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, গত ২১ আগস্ট এ ঘটনা ঘটেছে। কাঠমান্ডু ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান ভারত বাহাদুর বোহোরা ২২ বছর বয়সী লামিচানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের প্রধান রবিন্দ্র প্রসাদ ধানুক বলেছেন, ‘এমন গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে পুলিশকে কিছুটা সতর্ক-সাবধানী থেকে এগোতে হয়। আমরা ভিক্টিমের শারীরিক পরীক্ষা করেছি এবং এরই মধ্যে এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’

ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করা সেই কিশোরী জানিয়েছেন, তিনি বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানের ভক্ত। প্রিয় ক্রিকেটারের সাথে হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে কথা হতো তার। পরে লামিচানে নিজেই প্রথম দেখা করার প্রস্তাব দেন।

গতবছর নেপাল জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন লামিচানে। এর আগে ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে লামিচানের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫