Logo
×

Follow Us

খেলাধুলা

বরখাস্ত চেলসি কোচ থমাস টুখেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৩

বরখাস্ত চেলসি কোচ থমাস টুখেল

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে অখ্যাত দিনামো জাগরেভের কাছে হেরে গেছে চেলসি। দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য বরখাস্ত করা হয়েছে দলটির প্রধান কোচ থমাস টুখেলকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

২০২১ সালের জানুয়ারিতে প্যারিস সেইন্ট জার্মেই থেকে এসে চেলসির দায়িত্ব নেন টুখেল। এসেই দলটিকে নিয়ে স্বপ্নের এক মৌসুম কাটান এই জার্মান কোচ। সেই মৌসুমে ব্লুজদের চ্যাম্পিয়নস লিগ জেতান টুখেল।

নয় বছর পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসেন এই ট্যাকটিক্যাল কোচ। তবে নতুন ইউরোপ সেরার লড়াইয়ে এসে প্রথম ম্যাচেই জাগরেভের বিপক্ষে অঘটনের শিকার হল চেলসি। আর তাতেই লড়ে গেল টুখেলের কোচিংয়ের চেয়ার।

ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নতুন মালিক চেলসির দায়িত্ব নেওয়ার ১০০ দিন পার হচ্ছে। ক্লাবকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আরো এগিয়ে নেওয়ার ইচ্ছা নতুন মালিকদের। সেই লক্ষ্যে নতুন পরিবর্তনের পথে কোচ বদলানোর এখুনি সঠিক সময় বলে মনে করছে মালিকপক্ষ।

ক্লাবের জন্য টুখেলের চেষ্টা এবং নিবেদন বিশেষ কিছু ছিল। পরিসংখ্যানও এই কোচের পক্ষে কথা বলছে। টুখেল নিজের সময়ে দলকে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতিয়েছে, তাই তার প্রতি ক্লাব সবসময় কৃতজ্ঞ।’

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় ২৬ জানুয়ারি ২০২১ সালে চেলসির দায়িত্ব নেন টুখেল। এবার তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচিংয়ের দায়িত্ব পালন করবেন টড বোহলি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫