আর্সেনালকে শীর্ষে তুলতে ভিনিসিউয়াসকে স্মরণ জেসুসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ২১:১১
গোলের পর গ্যাব্রিয়েল জেসুসের প্রতিবাদী নাচ
প্রথম পাঁচ ম্যাচে জয়ের পর
ষষ্ঠ ম্যাচে হার। উড়তে থাকা আর্সেনাল মাটিতে নেমে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে
হেরে। তবে ম্যানইউ’র কাছে সেই হারের ক্ষত ভুলে আবার জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। আজ
রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর্সেনাল জিতেছে ৩-০ গোলে।
ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে পাওয়ার
মধ্যদিয়ে ম্যানচেস্টার সিটিকে সরিয়ে আবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আর্সেনাল। তবে
আর্সেনালের জয় ছাপিয়ে আলোচনায় গ্যাব্রিয়েল জেসুসের নাচ।
দলকে স্বস্তির জয় এনে দিতে
দ্বিতীয় গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ২৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি
করেই নাচ শুরু করে দেন জেসুস। জেসুসের নাচটা ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
ভিনিসিউয়াস জুনিয়রের সেই নাচের অনুকরণে। যে নাচের মাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে ভিনিসিউয়াস।
ভিনিসিউয়াসের সেই নাচের অনুকরণ
করেই বন্ধু ভিনিসিউয়াসের পাশে দাঁড়িয়েছেন জেসুস। করেছেন স্মরণ। পাশাপাশি ভিনিসিউয়াসের
হয়ে বর্নবাদী আচরণের প্রতিবাদও জানিয়েছেন জেসুস। একই সঙ্গে বন্ধু ভিনিকে জেসুস উৎসাহও
জুগিয়েছেন, সমালোচকদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে নিজের নাচটা নেচে যাওয়ার।
বিশেষ নৃত্যের মাধ্যমে গোল
উদযাপন করাটাকে নিজের ‘ট্রেডমার্ক’ বানিয়ে ফেলেছেন ভিনিসিউয়াস জুনিয়র। রিয়ালের ব্র্রাজিলিয়ান
তরুণ গোল করার পর সব সময় আনন্দ নৃত্য করে থাকেন। মুখে থাকে চওড়া হাসি। তবে সম্প্রতি
রিয়ালের হয়ে গোলের পর যে নাচটা নাচের ভিনিসিউয়াস, সেটি একটু বেশিই বিচিত্র ছিল।
তার সেই বিশেষ ভঙ্গির নাচ একদমই
পছন্দ হয়নি স্পেনের ফুটবল এজেন্টদের অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভোর। তিনি ভিনিসিউয়াসের
উদযাপনকে বানরের সঙ্গে তুলনা করে বসেন! ব্যস, ফুটবল দুনিয়ায় শুরু হয়ে যায় সমালোচনার
ঝড়। যে যেভাবে পেরেছেন বর্ণবাদী আচরণের জন্য পেদ্রো ব্রাভোর পিঠের ছাল তুলে ছেড়েছেন।
প্রতিবাদ জানাতে বাদ যাননি
ব্রাজিলের পেলে-নেইমাররাও। স্বদেশি ভিনির পাশে দাঁড়িয়ে তারা ধুয়ে দিয়েছেন পেদ্রো ব্রাভোকে।
ভিনিসিউয়াসের সেই নাচের অনুকরণ করে জেসুসও
তাদের সঙ্গে শরীক হলেন। জানালেন প্রতিবাদ।
ম্যাচ শেষে জেসুস বলেছেন, ‘আমার এই গোল এবং উদযাপনটা ভিনির জন্য।’
ম্যাচে জেসুসের পাশাপাশি আর্সেনালের
অন্য গোল দুটি করেছেন উইলিয়াম সালিবা ও ফাবিও ভিয়েরা। দারুণ এই জয়ের পর ৭ ম্যাচে ১৮
পয়েন্ট নিয়ে আবার শীর্ষে পা রেখে আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ম্যান সিটি
নেমে গেছে দুইয়ে। তিন নম্বরে থাকা টটেনহামেরও পয়েন্ট ম্যানি সিটির সমান, ৭ ম্যাচে ১৭।