রদ্রিগোরা নাচলেন, ওয়ান্ডা মেট্রোপলিটানো দেখলো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৪

সাম্বা নাচের মাধ্যমে স্বদেশী রদ্রিগোর সঙ্গে ভিনিসিয়াসের গোল উদযাপন। ছবি- টুইটার
স্প্যানিশ প্রিমিয়ার লিগে মাদ্রিদ ডার্বি নিয়ে প্রতি মৌসুমে উত্তেজনার কমতি থাকে না। স্পেনের রাজধানীর দুই নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইয়ের উত্তাপ থাকাটা স্বাভাবিকই। এবার তাতে বাড়তি রঙ চড়িয়েছিল বর্ণবাদ।
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিশিয়াস জুনিয়রের গোল উদযাপনকে কেন্দ্র করে এক টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে স্প্যানিশ ফুটবল এজেন্ট পেদ্রো ব্রাভো বর্ণবাদী মন্তব্য করেন। পরে পরবর্তীতে অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক কোকে হুমকি দেন, ওয়ান্ডা মেট্রোপলিটানোতে (অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ) এভাবে নেচেকুঁদে গোল উদযাপন করলে ভিনিসিয়াসের কপালে খারাপ কিছুই লেখা আছে।
এতটুক পর্যন্তও হয়ত মানা যেত। তীব্র মহারণের আগে দুই পক্ষের মধ্য কথার লড়াই তো কতই হয়ে থাকে। কিন্তু ম্যাচের আগে সব ভব্যতার সীমা অতিক্রম করে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা। ম্যাচ শুরুর আগে মেট্রোপলিটানো স্টেডিয়ামের বাইরে ভিনিশিয়াস জুনিয়রের প্রতীকী পুতুল ধরে বর্ণবাদী গান বাঁধেন রোজিব্ল্যাঙ্কো সমর্থকরা।
তবে এতকিছুর পরেও ভিনি জুনিয়র কিংবা রিয়াল মাদ্রিদকে আটকাতে পারেনি অ্যাটলেটিকো। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-১ গোলের (টানা ৬ষ্ঠ) জয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো লস ব্ল্যাঙ্কোসরা। ভিনিশিয়াস যদিও কোনো গোল করেননি। তবে সতীর্থদের গোলের পর দলীয় উদযাপনে বুঝিয়ে দিয়েছেন নাচ নিয়ে সমালোচনা কিংবা বর্ণবাদ- কোনোকিছুকেই তোয়াক্কা করেন না তিনি।
রবিবার (১৮ সেপ্টেম্বর) ওয়ান্দা মেট্রোপলিটানোতে মৌসুমের প্রথম ডার্বিতে শুরতে অবশ্য স্বাগতিকরাই দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল। তবে ম্যাচের ১৮ মিনিটে প্রথমবার গোলের সুযোগ পেয়েই সাফল্যের দেখা পায় রিয়াল। অরিলিয়েন শুয়ামেনির বাড়ানো লবে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন রদ্রিগো গোয়েস।
স্বদেশি রদ্রিগোর সঙ্গে গোল উদযাপনে যোগ দিতে ভিনিশিয়াসের দেরি হয়নি। দুই ব্রাজিলিয়ান একত্রে দর্শনীয় সাম্বা নাচের মাধ্যমে গোল উদযাপন করেন। এতে যেন গ্যালারিতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা আরও রাগান্বিত হয়ে যায়। রদ্রিগো আর ভিনিশিয়াস দুজনের দিকে লাইটারসহ আরও বেশ কিছু বস্তু ছুঁড়ে মারা হয় গ্যালারি থেকে।
মাচের ৩৬ মিনিটে ফেদে ভালভার্দের গোলে লিড দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। যদিও গোলটা পেয়ে যেতে পারতেন ভিনিশিয়াসও। তবে তার নেওয়া শট অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান অব্লাকের পায়ে লেগে পোস্টে প্রতিহত হয়। তবে ফিরতি বলে জোরালো শটে বল জালে জড়াতে ভুল হয়নি দারুণ ফর্মে থাকা উরুগুইয়ান মিডফিল্ডারের।
দুই গোলে এগিয়ে থেকে মধ্যবিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধ অগ্রগামিতা ধরে রেখে সাবধানী ফুটবল খেলতে থাকে কার্লো অ্যানচেলত্তির ছাত্ররা। অন্যদিকে, ম্যাচে ফেরার তাড়নায় প্রাণান্ত চেষ্টা চালাতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলের ফ্লাইট বুঝতে ডিফেন্ডার এডার মিলিটাও আর গোলরক্ষক থিবো কর্তোয়া তালগোল পাকিয়ে ফেললে গোল করে ব্যবধান কমিয়ে আনেন অ্যাটলেটিকোর বদলি খেলোয়াড় মারিও হেরমোসো।
বদলি সময়ে আরেকটি কর্নারের সময়ে রিয়ালের বদলি মিডফিল্ডার দানি সেবায়োসকে ডি-বক্সে ফেলে দিলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হেরমোসো। মাঠে দুদলের খেলোয়াড়রা যখন শারীরিক শক্তির প্রয়োগ আর বাদানুবাদে লিপ্ত, তখন গ্যালারিতে ভিনিকে নিয়ে বর্ণবাদী স্লোগান দিচ্ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরা। তবে ম্যাচ শেষে মাথা উঁচু করে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন ভিনিশিয়াস আর রিয়াল মাদ্রিদই।