Logo
×

Follow Us

খেলাধুলা

অনন্য উচ্চতায় রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৮:৫৩

অনন্য উচ্চতায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এপি

কোচ এরিক টেন হ্যাগ একাদশ সাজিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই। এভারটনের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ না পেলেও প্রথমার্ধেই মাঠে নেমেছিলেন তিনি। ইনজুরিতে পড়া অ্যান্তোনি মার্শিয়ালের বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা ফুটবলার। নেমেই কাঙ্ক্ষিত গোলের দেখা পান রোনালদো। সেই সাথে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। 

গতকাল রবিবার (৯ অক্টোবর) রোনালদোর ইতিহাস গড়ার রাতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হ্যাগের শিষ্যরা।

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এপি

জয় পেলেও ম্যানইউর শুরুটা ভালো ছিল না। ম্যাচের ৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। শুরুর একাদশে জায়গা পাওয়া কাসেমিরোর এক ভুলে আয়ুবি গোল করে দলকে লিড এনে দেন।

ম্যাচের ১৫ মিনিটে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনি ওই গোল শোধ করেন। তাকে গোলটি করান ম্যানইউ নাম্বার নাইন মার্শিয়াল। তার বাড়ানো বল ধরে গতির সাথে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে জালে জড়িয়ে প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় গোল করেন এই তরুণ।

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এপি

প্রথমার্ধের শেষ দিকে গোল অর্থাৎ ৪৪ মিনিটের মাথায় গোল করেন রোনালদো। কাসেমিরো নিজেদের বক্স থেকে এক থ্রু বাড়ান সিআরসেভেনের উদ্দেশ্যে। গতির সঙ্গে ধরে জোরের ওপর শট নিয়ে জালে পাঠান এই তারকা।

ক্লাব ক্যারিয়ারে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ স্বীকৃত গোল করার কীর্তি গড়েন তিনি। রোনালদো তার ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং সিপি (৫), ম্যানইউ (১৪৪), রিয়াল মাদ্রিদ (৪৫০) এবং জুভেন্টাসের (১০১) হয়ে খেলেছেন। মেসি রোনালদোর চেয়ে মাত্র নয় গোল পিছিয়ে আছেন। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়ে রোনালদো সর্বোচ্চ ৮১৭ গোল করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫