
দুশমন্ত চামিরা। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে উদ্বোধন হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বড় দুঃসংবাদ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তরুণ পেসার দিলশান মাদুশঙ্কা। লঙ্কানদের চোটের তালিকায় নতুন নাম দুশমন্ত চামিরা। ক্রিকবাজ জানিয়েছে, কাফ ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই পেসার।
একই ইনজুরিতে এশিয়া কাপে ছিলেন না চামিরা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন। তবে পুরনো চোট ফের দেখা দিলো চামিরার।
নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু হয় শ্রীলঙ্কার। গত ম্যাচে আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে দাপুটে প্রত্যাবর্তন করে এশিয়ান চ্যাম্পিয়নরা। দলের জয়ে মুখ্য ভূমিকায় ছিলেন দুশমন্ত চামিরা। ৩ ওভার ৫ বল করে মাত্র ১৫ রানের খরচায় তিন উইকেট নেন তিনি।
নিজের স্পেলের শেষ ওভারে চোট পান চামিরা। মাঠ ছাড়ার সময় হতাশায় মাথা নাড়ছিলেন ৩০ বছর বয়সী এই পেসার।
শ্রীলঙ্কা দলে আরো কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস সমস্যা রয়েছে। ব্যাটার দানুষ্কা গুনাথিলাকা ও প্রমোদ মাদুশান হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন।
প্রথম পর্বের ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় দল শ্রীলঙ্কা। ২ ম্যাচে নামিবিয়ার পয়েন্টও ২। শীর্ষে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৪। দুই ম্যাচে পয়েন্ট শূন্য সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ, সুপার টুয়েলভে পৌঁছানোর মিশনে লড়তে হবে শ্রীলঙ্কা ও নামিবিয়ার। নিজেদের তৃতীয় ম্যাচে দুই দলই জয় পেলে রান রেটের হিসেব হবে।
আগামীকাল প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলা করবে নামিবিয়া।