Logo
×

Follow Us

খেলাধুলা

ম্যারাডোনার সেই ‘হ্যান্ডস অব গড’ গোলের বল নিলামে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৩:০০

ম্যারাডোনার সেই ‘হ্যান্ডস অব গড’ গোলের বল নিলামে

ডিয়েগো ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা যে বিষয়গুলো মিস করবে, তার মধ্যে অন্যতম ডিয়েগো ম্যারাডোনা। বেঁচে থাকলে আর্জেন্টাইন কিংবদন্তিকে নিশ্চিতভাবেই দেখা যেত কাতার বিশ্বকাপে। হয়তো উদ্ভট কোনো কাণ্ড ঘটিয়ে সংবাদ শিরোনামও হতেন; কিন্তু আর্জেন্টাইন মহানায়ক ২০২০ সালে দুনিয়া থেকে চিরকালীন ছুটি নিয়ে চলে গেছেন ওপাড়ে।

তবে ওপাড়ে চিরনিদ্রায় শায়িত থাকলেও ম্যারাডোনা বহাল তবিয়তেই থাকবেন কাতার বিশ্বকাপে। উঁকি দেবেন স্মৃতির দুয়ারে। ম্যারাডোনাকে স্মরণ করা হবে আরও একটি কারণে। কাতার বিশ্বকাপ সামনে রেখে যে নিলামে তোলা হচ্ছে ম্যারাডোনার সেই ঐতিহাসিক ‘হ্যান্ডস অব গড’ গোলের বল।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রেফারির চোখে ‘না দেখা’র ভেল্কি লাগিয়ে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। ইংলিশদের কাছে সেটি ‘মহাপ্রতারণা’ হলেও ম্যারাডোনার দাবি, সেটি ছিল ‘হ্যান্ডস অব গড’ বা ‘ঈশ্বরের হাত’। বিতর্কের আবরণে ঢাকা ঐতিহাসিক সেই গোলের বলটি নিলামে তোলা হচ্ছে। আগামী নভেম্বরে ব্রিটেনে অনুষ্ঠিত হবে নিলাম। বলটির ভিত্তিমূল্য ধরা হতে পারে তিন মিলিয়ন পাউন্ড।

বলটি সংরক্ষিত আছে সেই ম্যাচের রেফারি আলি বিন নাসেরের কাছে। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে গোল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিউনিসিয়ান রেফারি বলেছিলেন, বিষয়টি তিনি লক্ষ করেননি। সিদ্ধান্তের জন্য লাইন্সম্যানের ওপর নির্ভর করেছিলেন। তাঁর সিদ্ধান্তে ফুটবল দুনিয়ায় বিতর্কের ঝড় উঠলেও ম্যাচের পর বলটি ঠিকই নিজের সংগ্রহে রেখে দেন বিন নাসের।

ঘটনার ৩৬ বছর পেরিয়ে গেলেও ফুটবলের ঐতিহাসিক স্মারক হিসেবে বলটি অতিযত্নে নিজের কাছে রেখে দিয়েছেন। ১৬ নভেম্বর নিলামটি পরিচালনা করবেন গ্রাহাম বাড। ধারণা করা হচ্ছে- কোনো সৌখিন ক্রেতা উচ্চমূল্যে বলটি কিনেও নেবেন। ম্যারাডোনার স্মৃতিবিজড়িত বল বলে কথা। তা ছাড়া বিতর্কিত কারণে হলেও বলটি ঐতিহাসিক মর্যাদা পেয়েছে। এমন একটি স্মরণীয় গোলের বলটি কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়বেন- এমনটাই প্রত্যাশিত। তবে বলটির বিক্রীত অর্থ দিয়ে কী করা হবে তা জানানো হয়নি। 

এমনিতে কোনো কিংবদন্তি তারকার কোনো কিছু নিলামে তোলা হলে বেশির ভাগ ক্ষেত্রেই বিক্রীত অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেওয়া হয়। তবে কখনো কখনো ঐতিহাসিক স্মারক সংরক্ষণ করা মানুষটি বিক্রীত অর্থ নিজের প্রয়োজনে ভোগ করে থাকেন। বিন নাসেরও এই পথেই হাঁটবেন বলে মনে হচ্ছে।

এর আগে ঐতিহাসিক সেই ম্যাচে ম্যারাডোনার গায়ের জার্সিও নিলামে তোলা হয়েছিল। জার্সিটি বিক্রি হয়েছিল ৯.৩ মিলিয়ন ডলারে! ম্যারাডোনার স্মৃতিবিজড়িত আরও বেশ কিছু স্মারক রয়েছে রেফারি বিন নাসেরের সংগ্রহে। তবে  আপাতত বলটিই শুধু নিলামে তুলছেন। বাকিগুলো সামনের দিনগুলোতে নিলামে তুলবেন বলে জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫