আগামী বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১৫:৩৮

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে এক রকম শূন্য হাতেই ফিতে হলো টাইগারদের। এই দুঃসংবাদের সাথে আরো একটি দুঃসংবাদ যুক্ত হয়েছে। সেটি হলো- ২০২৪ সালে অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে খেলতে হবে বাছাই পর্ব।
আজ রবিবার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই বাছাই পর্বে খেলতে হতো না বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ফলে তিন পরাজয়ে চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করতে হলো বাংলাদেশকে। এর ফলে শীর্ষ আট দলের মধ্যে নেই টাইগাররা।
ঠিক এ কারণেই ২০২৪ বিশ্বকাপে প্রথম রাউন্ডের মোড়কে ‘বাছাই পর্বে’ খেলতে হবে বাংলাদেশকে। আগামীবারের আসরটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।
শুধু বাংলাদেশ নয় বাছাইপর্বে খেলতে হবে আফগানিস্তানকেও। তবে বাছাই পর্বে খেলতে হবে না শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে।
গত ৩১ মে এক বিবৃতিতে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নতুন বাছাই পদ্ধতির বিষয়টি জানায় আইসিসি।
সেখানে বলা হয়, আগামী বিশ্বকাপের ১২ দলের আটটি নির্ধারিত হবে সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে। সেখানের শীর্ষ চার, চার আটটি দল খেলবে সরাসরি। সাথে যোগ দেবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর এর পরের দুই দল নির্ধারিত হবে ১৪ নভেম্বর। সেদিন এই দলগুলোর বাইরে শীর্ষ দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপে।