Logo
×

Follow Us

খেলাধুলা

শুরুতে কানাডার চমক, শেষ হাসি ক্রোয়েশিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০০:২৬

শুরুতে কানাডার চমক, শেষ হাসি ক্রোয়েশিয়ার

কানাডা-ক্রোয়েশিয়া ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে দ্রুততম গোল করে শুরুতেই চমক দেখায় কানাডা। কিন্তু শেষ হাসিটা গত আসরে রানার্সআপ ক্রোয়েশিয়ার জন্যই বরাদ্দ ছিল। রবিবার (২৭ নভেম্বর) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ 'এফ' এর ম্যাচে কানাডার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচে জোড়া গোল করেছেন আন্দ্রে ক্রামারিচ।

শুরুতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্রুততম গোল করে কানাডাকে লিড এনে দেন আলফন্সো ডেভিস। তবে, ৬ মিনিটের ব্যবধানে ২ গোল করে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে সহজ জয় ছিনিয়ে নেয় ক্রোয়াটরা। এই হারে কানাডার বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।

এদিন ম্যাচ শুরু হতে না হতে লুকা মদ্রিচদের চমকে দেন আলফন্সো ডেভিস।  ম্যাচ শুরুর ৬৮ সেকেন্ডের মাথায় বায়ার্ন মিউনিখের ফুলব্যাক আলফন্সো ডেভিসের গোলে লিড নেয় কানাডা।

তবে, ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে সমতায় ফেরে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। বাঁ-প্রান্তে জায়গা করে নেন ইভান পেরিসিচ। সেখান থেকে বক্সে ক্রামারিচের উদ্দেশ্যে বল বাড়ান তিনি। দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি।

গোল পেয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠে ক্রোয়েশিয়া। গতি বাড়ায় আক্রমণের। ৪৪ মিনিটে দারুণ এক দৌড়ে কানাডার রক্ষণভাগ তছনছ করে ফেলেন জুরানোভিচ। এরপর পাস বাড়ান মার্কো লিভজার উদ্দেশ্যে। প্লেসিং শটে চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে কানাডা পাত্তাই পায়নি ক্রোয়েশিয়ার বিপক্ষে। বল দখলে সমানে সমান থাকলেও কানাডার মধ্যমাঠ ও রক্ষণের মাঝের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে একের পর এক বিপজ্জনক আক্রমণ চালাতে থাকেন ইভান পেরিসিচ-মদ্রিচরা।

তেমনই এক দুর্দান্ত এক আক্রমণ থেকে ৬৯ মিনিটে তৃতীয় গোলের দেখাও পেয়ে গেছে গতবারের রানার্সআপরা। ডিবক্সে দারুণ বোঝাপড়ায় পেরিসিচের পাস নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে গোল করেন ক্রামারিচ। ম্যাচে এটি দ্বিতীয় গোল এই তারকার।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের গোলের দেখা পায় ক্রোয়েশিয়া। কানাডার রক্ষণভাগের ভুলে বল পেয়ে যায় ক্রোয়েশিয়া। ছোট্ট একটা স্প্রিন্টের পর অরিসিচ পাস দেন লভ্রে মেজারকে । সহজ কাজটুকু সারতে ভুল করেননি তিনি ।

২০১৪ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে মারিও মান্দজুকিচের পর প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে ম্যাচে জোড়া গোল করলেন ক্রামারিচ। আর ৩৩ বছর ২৯৮ দিন বয়সে জোড়া অ্যাসিস্ট করে সবচেয়ে বেশি বয়সে জোড়া অ্যাসিস্টের রেকর্ড গড়েন ইভান পেরিসিচ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫