ইতিহাসের আলোয় বিশ্বকাপ ফুটবল
২০১৪ বিশ্বকাপ: ব্রাজিলের মাটি থেকে জার্মানির শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১১:৩৩

২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল জার্মানি। ছবি: ফিফা
নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপ আয়োজনের পর ব্রাজিলিয়ানরা শিরোপা জয়ের ব্যাপারে আশায় বুক বেধেছিল। কিন্তু সবার সব আশা তো পূরণ হয় না, হয়নি পেলের দেশের মানুষের।
এটি ফিফা বিশ্বকাপের ২০তম আসর। ১৯৫০ সালের পর বিশ্বকাপের এটি ব্রাজিলে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। সেই সাথে মেক্সিকো, ইতালি, ফ্রান্স এবং জার্মানির পর ব্রাজিল হচ্ছে পঞ্চম দেশ যারা প্রত্যেকে দুইবার করে বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়াও ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের পর এটি হবে আমেরিকা মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপেই ব্রাজিল প্রতি আট বছর পর পর ইউরোপে বিশ্বকাপ আয়োজনের প্রচলিত ঐতিহ্য ভেঙ্গে দিয়েছে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া সবকটি দলই এই বিশ্বকাপে অংশগ্রহণ করে। এর আগে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল ব্রাজিলকে স্বাগতিক হবার জন্যে সমর্থন জানিয়েছে। সে কারণে কলম্বিয়া, চিলি এবং আর্জেন্টিনা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
সে সময় ২০৮টি ফিফা জাতীয় দলের মধ্যে ২০৩টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে, যা ২০১১ সালের ১৫ জুন থেকে শুরু হয়ে শেষ হয় ২০১৩ সালের ২০ নভেম্বর। ২০১০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের মধ্যে ২৪টি দেশ ২০১৪ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়।
এই আসরে প্রথমবারের মত খেলার সুযোগ পায় বসনিয়া ও হার্জেগোভিনা। এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ দেশগুলোর মধ্যে র্যাংকিংয়ে সবচেয়ে উপরে (১৮) অবস্থানকারী দেশ ইউক্রেন।
স্বাগতিক ব্রাজিল সেমিফাইনালে আগে পর্যন্ত বেশ ভালভাবেই খেলছিল। কোয়াটার ফাইনালে কলম্বিয়াকে ২-১ পরাজিত করার পর সেমিফাইনালে নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডির শিকার হয়। জার্মানির কাছে নিজ মাটিতে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়। এরপর স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডের কাছে ৪-০ গোলে হেরে চতুর্থ হয়। অন্যদিকে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে চতুর্থ শিরোপা জয় করে জার্মানি। আর্জেন্টিনা দীর্ঘ ২৪ বছর পর ফাইনালে ওঠেও শিরোপা জিততে পারেনি। তবে দলটির অধিনায়ক লিওনেল মেসি আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
একনজরে ২০১৪ ফিফা বিশ্বকাপ
স্বাগতিক : ব্রাজিল
চ্যাম্পিয়ন : জার্মানি (চতুর্থবার শিরোপা জয়)
রানার্সআপ : আর্জেন্টিনা
তৃতীয় স্থান : নেদারল্যান্ডস
চতুর্থ স্থান : ব্রাজিল সময়কাল : ১৩ জুন-১৩ জুলাই ২০১৪
অংশগ্রহণকারী দল : ৩২টি (অস্ট্রেলিয়া, আলজেরিয়া, ক্যামেরুন, ঘানা, নাইজেরিয়া, কোস্টারিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, হন্ডুরাস, কনমেবল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, ব্রাজিল, ইতালি, পোল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, গ্রিস, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স, বসনিয়া ও হার্জেগোভিনা, বেলজিয়াম, রাশিয়া, সুইজারল্যান্ড ও স্পেন)
মোট ভেন্যু : ১২টি (১২টি শহরে)
ম্যাচ : ৬৪টি
গোল সংখ্যা : ১৭১টি (ম্যাচ প্রতি ২.৬৭টি)
মোট দর্শক সংখ্যা : ৩৩,৫৫,১৩৫ জন (ম্যাচ প্রতি ৫২,৪২৪ জন)
সর্বোচ্চ : হামেস রদ্রিগেজ (কলম্বিয়া) ৬ গোল
সেরা খেলোয়াড় : লিওনেল মেসি (আর্জেন্টিনা)
সেরা যুব খেলোয়াড় : পল পগবা (ফ্রান্স)
সেরা গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার (জার্মানি)