Logo
×

Follow Us

খেলাধুলা

নিজ গ্রামে ভালোবাসায় সিক্ত বিশ্বকাপজয়ী রাকিবুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

নিজ গ্রামে ভালোবাসায় সিক্ত বিশ্বকাপজয়ী রাকিবুল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতি সন্তান স্পিনার রাকিবুল হাসানকে তার নিজ গ্রাম ফুলপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফুলপুর উপজেলা প্রশাসন ও ক্রিড়া সংস্থার আয়োজনে উপজেলা চত্বরে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। প্রশাসন ও স্থানীয় জনগণ রাকিবুলকে সেখানে ফুল ছিটিয়ে বরণ করে নেন।

ভক্ত, সমর্থক ও ক্রিকেটপ্রেমি মানুষ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় বিশ্বকাপজয়ী রকিবুলকে। একাধিক সংবর্ধনা ঘিরে উৎসবে মেতে উঠেন এলাকাবাসী। 

সংবর্ধনায় রাকিবুল হাসান বলেন, আপনাদের দোয়া ও সমর্থনের কারণে বিশ্ব জয় করেছি। আরো সমর্থন পেলে বহুদূর এগিয়ে যাবো। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অন্যতম স্থানে নিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন রাকিবুল। 

এ সময় উপস্থিত ছিলেন- ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. আমিনুল হক, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, রাকিবুল হাসানের বাবা শহিদুল ও আত্মীয়স্বজনসহ অন্যরা। 

ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, খেলার প্রেমে রাকিবুল আমাদের আবদ্ধ করেছে। তার অবদানের জন্য বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সুনাম অর্জন করেছে। খেলারমান ধরে রেখে আমাদের ফুলপুরের কৃতী সন্তান আরো বহুদূর এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করছি।  

সংবর্ধনা শেষে বিকেলে রাকিবুল হাসানকে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের উত্তর বাঁশাটি নিজ গ্রামে নেয়া হয়। নিজ গ্রামেও এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয় রাকিবুলকে।  

ইতিহাস গড়ে গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুব ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫