Logo
×

Follow Us

খেলাধুলা

১০০০ পেনাল্টির ফল একেবারে শুন্য!

Icon

ফুটবল ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:২৯

১০০০ পেনাল্টির ফল একেবারে শুন্য!

স্পেন পেনাল্টি শুট আউটের মাধ্যমেই কাতার থেকে বাড়ির পথ ধরেছে। ছবি: সংগৃহীত

নকআউট পর্ব থেকে শুরু করে একেবারে ফাইনাল পর্যন্ত ড্র হওয়া ম্যাচের ফল নির্ধারনের জন্য টাইব্রেকারের শরণাপন্ন হতে হয়। সেখানে ভাগ্যের খেলা নির্ধারিত হয়ে যায় জয়-পরাজয়। যেমন করে জাপান ও স্পেন পেনাল্টি শুট আউটের মাধ্যমেই কাতার থেকে বাড়ির পথ ধরেছে। তার মধ্যে আবার ২০১০ সালের চ্যাম্পিয়ন দেশটি আলাদা প্রস্তুতি নিয়ে এসেছিল।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মরক্কোর বিপক্ষে একটি গোলও করতে পারেনি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও কোনো গোল করতে পারেনি লুইস এনরিকের শীষ্যরা। ১০০০ পেনাল্টি প্র্যাকটিস করেও একটিও গোল দিতে পারলো না স্পেন। যা হতাশ করেছে দর্শকদের।

কিন্তু প্রস্তুতি নিয়েও যে অনেক কিছু হয় না তার প্রমাণ এবার পাওয়া গেল। বড় টুর্নামেন্টে স্পেনের পেনাল্টি ভাগ্য যেন কোনো ভাবেই সফলতার মুখ দেখছে না। ইউরো ২০২০ এ ইতালির কাছে সেমিফাইনালে পেনাটি শুটআউটে হেরে বিদায় নিয়েছিল লুইস এনরিকের দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ এ ড্র অবস্থায় ছিল। ২০১৮ বিশ্বকাপেও পেনাল্টিতে কপাল পুড়েছিল স্পেনের। সেবার রাশিয়ার সাথে দ্বিতীয় রাউন্ডে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল তারা। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবার মরক্কোর সাথে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিল স্পেন।

আফ্রিকার দেশটির বিপক্ষে মাঠে নামার আগে স্পেন কোচ লুইস এনরিকে পেনাল্টিতে দুর্বলতার কথা স্বীকার করে জানিয়েছিলেন তার দল অন্তত ১০০০ পেনাল্টি প্র্যাকটিস করেছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে। এনরিকে বলেছিলেন, ‘কাতারে শুরু থেকে আমরা নিজেদের কাজটা ভালোই করেছি। এক বছর আগে সবাইকে জানিয়েছি আমাদের অন্তত ১০০০ পেনাল্টি প্র্যাকটিস করতে হবে। পেনাল্টিতে নার্ভ ধরে রাখা কষ্ট। আমরা প্রত্যেকবার প্র্যাকটিস শেষ করে পেনাল্টির প্র্যাকটিস করেছি।’ লুইস এনরিকের এত অনুশীলন যেন একবারেই ভেস্তে গেল শীষ্যরা যেন তার চাওয়াকে বুঝতেই পারেননি।

যে কারণে মরক্কোর বিপক্ষে কোনো ভাবেই তারা এটিকে কাজে লাগাতে পারলো না। বৌনর দৃঢ়তায় তিনটি পেনাল্টি নিয়ে একটিতেও গোল করতে পারেনি স্পেন। খেলা পেনাল্টি শুটআউটে গড়ালে প্রথম শটটি বারে মারেন পাবলো সারবিয়া। কার্লস সোলারের দ্বিতীয় শটটি বামে ঝুঁকে রুখে দেন তিনি। বুসকেটসের নেয়া তৃতীয় শটটিও রুখে দেন এই মরক্কোর গোলরক্ষক। অনুশীলনে ঘাম ঝরালেও মাঠে তার প্রতিফলন না হলে সেটা যে বৃথা অনুশীলন ছিল সেটিরই প্রমাণ করলেন স্পেনের খেলোয়াড়রা। যা থেকে নিশ্চিত হয়ে যায় বিদায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫