
উমর আকমল। ফাইল ছবি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙার দায়ে নিষিদ্ধ করা হয়েছে উমর আকমলকে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানকে নিষিদ্ধ করার বিষয়টি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে পিসিবি।
তবে উমর কী ধরনের অপরাধ করেছেন, সে বিষয়ে কিছু বলেনি পাকিস্তান বোর্ড। তিনি কতদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবেন সেটাও উল্লেখ করা হয়নি।
পিসিবির ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, আজ থেকে শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারবেন না উমর আকমল। এই টুর্নামেন্ট থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু পিএসএল নয়, পিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্ত শেষ না পর্যন্ত যেকোনো ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকেই উমর আকমলকে নিষিদ্ধ করা হয়েছে।
পিসিবির ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’র ৪.৭.১ ধারা অনুসারে উমরকে শাস্তি দেয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, পিএসএলে উমরের বদলি হিসেবে অন্য কাউকে নিতে পারবে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
পিএসএলের নতুন মৌসুম মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে নিষিদ্ধ হলেন উমর। বৃহস্পতিবার রাতেই বর্তমান চ্যাম্পিয়ন কোয়েটা উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।