এসএ গেমসে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৬

মোহাম্মদ আল আমিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন মোহাম্মদ আল আমিন।
কারাতে ইভেন্টের ৬০ কেজি কুমিতে সোনা জেতেন তিনি। ইভেন্টের ফাইনালে পাকিস্তানের প্রতিযোগীকে হারান তিনি।
এর আগে গতকাল সোমবার তায়কোয়ান্দোতে দেশকে প্রথম স্বর্ণ জেতান দিপু চাকমা। পুমসে ২৯+ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে দেশকে পদক উপহার দেন তিনি।
আল-আমিনের স্বর্ণ জয়ে দু্ই স্বর্ণ, দুই রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ বাংলাদেশে পদক দাঁড়িয়েছে ১৭টি।
টুর্নামেন্টে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এর আগে ২০১০ সালে ঢাকার এসএ গেমসে সর্বোচ্চ দুটি স্বর্ণ পদক পেয়েছিল বাংলাদেশ।