Logo
×

Follow Us

খেলাধুলা

বার্সাকে হারিয়ে দিল গেতাফে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১১:৩৭

বার্সাকে হারিয়ে দিল গেতাফে

দারুণ লড়াই করে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে গেতাফে। 

গতকাল শনিবার (১৭ অক্টোবর) গেতাফের মাঠে লা লিগার ম্যাচে পুঁচকে দলটির বিপক্ষে ১-০ হেরেছে বার্সেলোনা।

এদিন ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সা। তবে লিওনেল মেসির ঝড়ো শট পোস্টে বাধা লেগে ফেরে। এরপর ক্লিমেন্ট লংলে ও আঁতোয়া গ্রিজম্যানরাও দলকে লিড এনে দিতে পারেননি।

বিরতির পর ৫৬তম মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় গেতাফে। হাইমে মাতার সফল স্পট কিকে গোল হজম করে বার্সা। এর আগে ফ্রেঙ্কি ডি ইয়ং ডিজেনে ডাকোনামকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা।

এরপর বার্সা আক্রমণের ধার বাড়ালেও আর ম্যাচে ফেরা হয়নি। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম হার নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।

লিগে রিয়াল মাদ্রিদ, গেতাফে, কাদিস ও গ্রানাদার পয়েন্ট ১০ করে। ৯ পয়েন্ট রিয়াল বেতিসের। ৮ পয়েন্ট করে আতলেতিকো, রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়ালের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে বার্সা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫