Logo
×

Follow Us

খেলাধুলা

১৩ বছর বয়সে অলিম্পিক স্বর্ণপদক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৪:৩৮

১৩ বছর বয়সে অলিম্পিক স্বর্ণপদক

মোমিজি নিশিইয়া

অলিম্পিকে এই প্রথম স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে। আর টোকিও অলিম্পিকের নতুন এই ইভেন্টে সোনা জিতে জাপানের ১৩ বছর বয়সী কিশোরী মোমিজি নিশিইয়া চমকে দিলেন সবাইকে। 

আজ সোমবার (২৬ জুলাই) আরিয়াক পার্কে স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন মোমিজি।

আর ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতে চমক দেখিয়েছে রাইসা লিলেও। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও ১৩ বছর। ব্রোঞ্জ পাওয়া জাপানের ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর।


অলিম্পিকে জাপানের সবচেয়ে কম বয়সী সোনাজয়ী অ্যাথলেট মোমিজি। অলিম্পিকের ইতিহাসেও সবচেয়ে কম বয়সী সোনাজয়ীর তালিকায় থাকবেন তিনি।

১৩ বছর ৩৩০ দিনে অলিম্পিকের পদক পেয়েছেন মোমিজি। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের স্প্রিংবোর্ড ডুবুরি স্বর্ণপদক পেয়েছিলেন ১৩ বছর ২৬৮ দিনে। যা এখনো অলিম্পিকে সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জয়ের রেকর্ড হয়ে আছে। 

এদিকে রাইসা শুধু ব্রাজিলের সর্বকনিষ্ট পদকজয়ীই নন, সর্বকনিষ্ট অলিম্পিয়ানও। তার বয়স ১৩ বছর ২০৩ দিন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫