Logo
×

Follow Us

খেলাধুলা

প্রথম রাউন্ড থেকেই রোমান সানার বিদায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২

প্রথম রাউন্ড থেকেই রোমান সানার বিদায়

রোমান সানা

২০১৯ সালের ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রোমান সানা। এবারে নিজের ইভেন্ট রিকার্ভের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন এই বাংলাদেশি আর্চার।

বাংলাদেশের সেরা আর্চার ৬-০ সেটে হেরেছেন ইতালির ফেদেরিকো মুসোলেসির কাছে। ফলে গতবার পদক জেতা রোমানকে এবার খালি হাতে ফিরতে হচ্ছে।

র‍্যাঙ্কিং রাউন্ডে ভালো করতে পারেননি সানা। ৪৬তম হন। যার কারণে কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হয় প্রথম এলিমিনেটরে।

রিকার্ভে বাংলাদেশি আর্চারদের মধ্যে তৃতীয় রাউন্ড পর্যন্ত যান হাকিম রুবেল। এলিমিনেটরের প্রথম রাউন্ডে রুবেল হারান চেক রিপাবলিকের মাইকেল হাওলেককে। ৬-৪ সেটে জয় পান রুবেল।

দ্বিতীয় রাউন্ডে রুবেলের প্রতিপক্ষ ছিলেন চিলি সোতো রিকার্দো। ৭-৩ সেটে জয় পান বাংলাদেশের আর্চার। ৩ নম্বর রাউন্ডে এসে হেরে যান রুবেল।

নেদারল্যান্ডসের স্টিভ ভিলারের কাছে ৬-৪ সেটে হারেন তিনি।

বাংলাদেশের আরেক আর্চার রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে ৬-২ সেট পয়েন্টে পর্তুগালের লুইস গনসালভেসের বিপক্ষে জিতেছেন।

তবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর লুইস আলভারেসের কাছে তিনি হারেন ৬-৪ সেট পয়েন্টে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫