Logo
×

Follow Us

খেলাধুলা

শেখ রাসেল স্কুল দাবা শুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ২৩:১১

শেখ রাসেল স্কুল দাবা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে দাবা প্রতিযোগিতা-২০২১ আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে  এই টুর্নামেন্ট শুরু হয়। রাজধানীর জাতীয়  ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

শেখ রাসেল জাতীয়  শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সংগঠনের  সিরাজুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড  কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, আলাউদ্দিন সাজু প্রমুখ। 

শতাধিক শিশু-কিশোর দাবাড়ু দিন ব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর আগে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫